নারায়ণগঞ্জ উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সমাবেশ করে দোয়ার মাধ্যমে শেষ হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সিরাজুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, উলামা পরিষদের জেলা সেক্রেটারি মাওলানা জাকির হুসাইন কাসেমী, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, দাওয়াতুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতী মামুনুর রশীদ, হাজিপাড়া মাদ্রাসার শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, জেলা মারকাযের ইমাম মাওলানা যোবায়ের, হাজীপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রশীদ আহমদ, কাশীপুর ইমাম ঐক্য পরিষদের সেক্রেটারি মুফতী আব্দুল হান্নান, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মুফতী মিজানুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল হুশিয়ারী দিয়ে বর্তমান অন্তর্বতী সরকারের উপদেষ্টাদের বলেন, আপনারা আড়াই হাজার তাদের যে ইজতেমায় অস্ত্র পাওয়া গেছে, তারপর তাদের কিছু বলেন নাই, তৌহিদী জনতা মনে করে প্রশাসনের একটি অংশ সন্ত্রাসী সাদ পন্থীদের পক্ষে কাজ করছে। আপনারা জানেন তারা আসল তাবলীগ না তারপরও আপনারা তাদের উপর কোনো পদক্ষেপ নেননি।