
নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতি কর্তৃক সরকারী নীতিমালায় বিবাহ তালাক রেজিষ্টী ও বাল্যবিবাহ রোধ কল্পে প্রয়োজনীয় প্রশিক্ষন কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে এই সভার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিষ্ট্রার খন্দকার জামিলুর রহমান। তিনি বিবাহ তালাক রেজিষ্টী ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করে বাল্য বিবাহ নিরোধ করার জন্য সকল নিকাহ রেজিষ্টারদের কঠোর দিক নির্দেশনা প্রদান করেন।
বাল্যবিবাহ নিরোধ করার জন্য জন্মনিবন্ধন ও এনআইডি কার্ড যাচাই করে বিবাহ নিবন্ধন করার জন্য নির্দেশ প্রদান করেন। মেয়েদের ১৮ বছরের এবং ছেলেদের ২১ বছরের নিচে বিবাহ না পড়ানোর নির্দে দেন।
তিনি আরো বলেন, আপনারা নিজেরা নিজেরা দলাদলি করবেন না, বাল্যবিবাহ আপনি না পড়ালে অন্য কাজী পড়ান, জেলায় কর্মরত নিকাহ রেজিস্ট্রারগন বাল্যবিবাহ নিরোৎসাহিত করার জন্য প্রতি ওয়ার্ডে ও ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারগনদের সাবধান করে দেন।
সভায় সভাপতিত্ব করে বক্তব্য রাখেন জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মো: ইসলাম মিয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কাজী সমিতির সাধারন সম্পাদক আলহাজ কাজী নাজমুল ইসলাম বাবুল, অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন জেলা রেজিষ্ট্রার অফিসের প্রধান সহকারী মহাসিন আলী ও ষ্টাফগন। দুপুর ২টায় সভা শেষে সবাই এক সাথে দুপুরের খাবার পরিবেশন করান নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতি, খাবার শেষে সকল নিকাহ রেজিষ্টারদের উপস্তিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।