নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৮ ডিসেম্বর ২০২৪

কাউকে উড়ে এসে জুড়ে বসতে দেয়া হবে না : আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৪

কাউকে উড়ে এসে জুড়ে বসতে দেয়া হবে না : আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেছেন, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে।

তারা বিভিন্নভাবে রূপ পাল্টে নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং এসব বহুরূপী সুবিধাবাদীদের প্রতিরোধ করতে হবে। 

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির অন্তর্গত ১৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ও জেলা আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাসদাইর বাজার এলাকায় এ আয়োজন করা হয়।

এডভোকেট আনোয়ার প্রধান বলেন, বিগত ১৫ বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তারাই বিএনপি'র প্রাণ। কাউকে উড়ে এসে জুড়ে বসতে দেয়া হবে না। বিগত দিনের রাজপথ প্রমাণ করবে তার যোগ্যতা কতটুকু। 

এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট আবু রায়হানসহ নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: