বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা উপেক্ষা করে নাসিক ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে সরকারি জায়গা দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিএনপির তৃনমূল ও সাধারণ নেতাকর্মীদের তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ দলের হাই কমান্ডের সিদ্ধান্ত উপেক্ষা নিজের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী দোসরদের সাথে নিয়ে তাদের সাথে আতাত করে একক সিদ্ধান্তে বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারি জায়গা দখলের জন্য কৌশলী হয়ে উঠেছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ফারুক আহমেদ নয়াপাড়ার মোশারফ হোসেনের বাড়ির সামনের সরকারি জায়গায় বিএনপির সাইনবোর্ড সাজিয়ে রেখেছে। বিএনপিরে সাইনবোর্ড সাজিয়ে তিনি এখানে ১৭ ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় নির্মাণ করছেন।
তবে ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদের এরূপ কর্মকান্ডের বিষয়ে অবগত না ১৭নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি থেকে শুরু করে মহানগর বিএনপি নেতৃবৃন্দ। ফারুক আহমেদ দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর আফজলসহ কয়েকজনকে নিয়ে দল বিরোধী এহেন কর্মকান্ডে মেতে উঠেছেন।
জানাগেছে, আফজল আওয়ামী দুঃশাসন আমলে ২০১৮ সালের নির্বাচনে ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের ক্যাম্প পোড়ানোর মামলায় বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
সেই মামলায় আসামি হয়েছিলেন বর্তমান মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ১৭নং ওয়ার্ড বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাংগঠনিক সম্পাদক পলাশ প্রধানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে কথা বলতে ১৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ফারুক আহমেদ মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা কেউ নতুন করে দলীয় পার্টি অফিস নির্মাণ করতে পারবে না। আর সরকারি কিংবা ব্যক্তি জায়গা দখল করে তো প্রশ্নই আসে না ।
যদি ফারুক আহমেদের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।