নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান মহোদয়ের সাথে নির্বাচিত যুব কাউন্সিলরদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম, সিরাক বাংলাদেশ এর পরিচালক সেলিম মিয়া, প্রোগ্রাম অফিসার লুতফা পাঠান, নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের সেক্রেটারি রাকিবুল ইসলাম ইফতি।
এসময় আরো উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আরিফুল ইসলাম জিমী ও তাফরি মনি প্রধান, ৪,৫,৬ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর হামিদুল ইসলাম জয় ও জেরিন জাহান জহুরা, ৭,৮,৯ নং ওয়ার্ডের জিয়াসমিন আক্তার রিভা, ১০,১১,১২ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু ও মেহেরুন নেছা বৃষ্টি, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর বিরাজ পাল চৌধুরী, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আজহারুল ইসলাম নিরব, ১৯,২০,২১ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মোঃ সানি সরকার ও সিরাজুম মনিরা ঝুমা, ২২,২৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর তানজিন রহমান তন্ময় ও মারিয়া খানম, ২৪,২৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর বোরহান উদ্দিন ও নাসিমা সর্দার নিঝুম এবং ২৬,২৭ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর সাইদুল ইসলাম।