‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধনে জেলার সকল সরকারী দপ্তর, কলেজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পৃথক পৃথক ব্যানার নিয়ে অংশ নেয়। পরে সকাল ১০ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাকিব আল রাব্বির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: তরিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জ’র উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী, ইসলামী ফাউন্ডেশন নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, ডা. শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জ’র সহকারী পরিচালক, তুষার আহমেদ, উপসহকারী পরিচালক, মো: তারেক মিয়া, সহকারী পরিদর্শক, মো: শরীফুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করবো অফিস কেন্দ্রীক দুর্নীতি যেন না হয়। আমরা মানুষকে প্রপার সার্ভিসটা দিবো। রাষ্ট্রের জন্য কাজ করবো এই হোক আমাদের অঙ্গীকার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জ’র উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বলেন, দুর্নীতি একেবারে স্বমূলে বিনাশ বা শেষ করা সম্ভব নয়, তবে সহনীয় মাত্রায় এনে দুর্নীতিবাজদেরকে সকল ধরনের সর্বচ্চ রকমের শাস্তি প্রদানের মাধ্যমে কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করা যায়। এবং দেশের উন্নয়নকে ত্বরান্তিত করা যায় সে চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা সকলের সহযোগিতা চাই।