নারায়ণগঞ্জে ডেঙ্গু রোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের অবহেলার অভিযোগ করে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
এদিন, বেলা ১১টায় শহরের চাষাঢ়া এলাকা থেকে মিছিল নিয়ে নতুন কোর্ট এলাকায় সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করেন। সেই সাথে প্রায় ঘণ্টাখানেকের সময় ধরে এই অবরোধ কর্মসূচি চলে। পরে সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান এসে ঘেরাওকারীদের সাথে কথা বলেন।
এ সময় সিভিল সার্জনের কাছে ৯ দফা দাবি পেশ করেন নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। সেই সাথে সিভিল সার্জন তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে আসেন।
ঘেরাও কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, আমরা গত ৭ দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের বাইরে বিভিন্ন এলাকায় ডেঙ্গু গণসচেতনতায় গণসংযোগ, পথসভা করি।
এ সময় নাগরিকরা আমাদের জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ তারা দেখেননি। সেই সাথে সিভিল সার্জন কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেননি। সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি আমাদের কাছে দৃশ্যমান হয়নি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যক্রম পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ড. এ এফ এম মুশিউর রহমান বলেন, তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বলছি, আমরা একেবারে কোনো কিছু করিনি এটা কিন্তু সঠিক না। হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা চলছে।
সরকার আমাদের যে পরিমাণ বরাদ্দ দেয় আমরা সেটুকু কাজই করি। সরকার বলেছে ৫০ টাকা করে হাসপাতালে পরীক্ষা হবে। আমরা কিন্তু তাই করছি। যেখানে বাইরে ২ হাজার টাকা লাগে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।