নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

 ডেঙ্গু প্রতিরোধে ১৭নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৫০, ৫ নভেম্বর ২০২৪

 ডেঙ্গু প্রতিরোধে ১৭নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মশক নিধন কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম। 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ১৭নং ওয়ার্ডের নয়াপাড়ার মোড় থেকে শুরু করে মধ্যনয়া পাড়া, পশ্চিম নয়াপাড়া ও ভূইয়াপাড়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। 

এসময়ে এসব এলাকার রাস্তা থেকে শুরু করে অভ্যন্তরীণ বিভিন্ন ড্রেনসহ বাড়িঘরের আঙিনার আশপাশ এবং আনাচে-কানাচেতে ফগার মেশিন দিয়ে স্প্রের মাধ্যমে মশা নিধনে ঔষুধ ছিটানো হয়।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম বলেন, আমাদের এখন সচেতন থাকতে হবে। এই সময় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই আশেপাশে জমা পানি ফেলে দিয়ে সবকিছু পরিষ্কার রাখতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুর বংশবিস্তার রোধ করতে পারব। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্বপন, লিটন, রাব্বি, সোহান প্রমুখ।