নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৩, ২৪ অক্টোবর ২০২৪

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের সরকারী তোলারাম কলেজ থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে জড়ো হন। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ শেষে সমাবেশ করেন তারা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, "বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রলীগ সারা দেশে মানুষের উপর জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, দখলবাজি, হত্যাকান্ড সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তাদের ভয়ে বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের  মানুষ আতংকিত ছিল।

সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রনে। তারা সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে।

সরকার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে" সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জবাসির পক্ষ থেকে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।