নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন 

নারায়ণগঞ্জ টাইম:

প্রকাশিত:২০:২৮, ২১ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন 

নিত্য পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এবং সবজি, ডিম, মাছ-মাংসসহ নিত্যপণ্যের দাম কমাতে দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি মানববন্ধন করেছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি এড. এবিসিদ্দিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেষ্ঠ সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের স্ধারণর সম্পাদক ধীমান সাহা জুয়েল, মহিলা পরিষদের জেলা সহসভাপতি রীনা আহমেদ, বাসদের জেলা সংগঠক এসএম কাদির, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহামুদ হোসেন, সিপিবির জেলা সদস্য শিশির চক্রবর্তী, সমমনা সামাজিক সংগঠনের সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ।


রফিউর রাব্বি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষের যুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল দ্রব্যমূল্য। স্বাধীনতা পরবর্তী সময়ে জিনিসের দাম বৃদ্ধির বিরুদ্ধে বঙ্গবন্ধু কথা বললেও তিনি তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বললেও তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। বরং দুর্নীতিবাজরা সবসময় তার চার পাশ ঘিরে ছিল। শেখ হাসিনাও সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি সাথে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেন নি। কারণ এই সিন্ডিকেটের লোকজনই ছিল তার ক্ষমতার উৎস। আজকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ব্যর্থ হয়ে যাবে। শেখ হাসিনা চলে গেলেও তার রেখে যাওয়া মাফিয়া চক্র সর্বস্তরে এখনো বহাল রয়েছে। বর্তমান সরকারকে অকার্যকর প্রমাণে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 


এবি সিদ্দিক বলেন, বর্তমান সরকারের জন্য বিভিন্ন সংস্কারের পাশাপাশি দ্রুত বাজার নিয়ন্ত্রণ এখন সবচেয়ে জরুরী বিষয়। হাজারো রক্তের বিনিময়ে পাওয়া এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে কোন ভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। সমাবেশে সকল বক্তা বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


 

সম্পর্কিত বিষয়: