নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে নার্সদের কর্মবিরতি পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:২১, ৮ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জে নার্সদের কর্মবিরতি পালন

নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নের ১দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে নার্সিং সংস্কার পরিষদ নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মবিরতি পালন করেন তারা।

এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

আন্দোলনরত সিনিয়র স্টাফ নার্স শিমু মোদক বলেন, রোগীদের সেবা আগে। কোন ধরনের আন্দোলন যেতে চান না তারা। আন্দোলনে নামলেও তারা জরুরী বিভাগ আইসিইউসহ বিভিন্ন বিভাগে সেবা চালু রেখেছেন। 

এ ছাড়াও তিনি তাদের যৌক্তিক যে দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান।
 

সম্পর্কিত বিষয়: