জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাকিব আল রাব্বি’র সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, নারায়ণগঞ্জ ডিএসবি ডিআইও-১ মো.কামরুল ইসলাম মিঞা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মালেক মজুমদার, ফতুল্লা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.আবু সাঈদ, ফতুল্লা ই্উনিয়নের মেম্বার নজরুল ইসলাম সেলিম, কাশিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এড.মরিয়ম আক্তার, গোগনগর ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সদস্য অনামিকা হক প্রিয়াংকা, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল সরকার, আলীরটেক ইউনিয়ন পরিষদের সচিব সম্রাট আহম্মেদসহ প্রমুখ।