নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) হয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।
এর আগে, প্রত্যুষ কুমার মজুমদার ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত ছিলেন।
সরকার পতনের পর অর্ন্তর্বতীকালীন সরকারের নির্দেশে বিভিন্ন দফতরে দফায় দফায় বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলকে বদলি করা হয়েছে। এরপর নতুন করে এই কর্মকর্তাকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যলয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।
এরআগে, ২০২২ সালের ৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে নিয়োগ পায় গোলাম মোস্তফা রাসেল। তিনি ২৪ তম বিসিএস পরীক্ষায় উওীর্ন হয়। তিনি তার কার্যক্ষেএে কর্মক্ষমতার বলে একাধিক বার পিপিএম পদক লাভ করেন।