নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমরা অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে বসবাস করি। সবাই একসাথে মিলেমিশে থাকলে সমাজে শান্তি বিরাজ করবে। এদেশে কেউ সংখ্যালঘু না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, এদেশে আমরা সবাই সমান। আপনারা এই শব্দটা আর ব্যবহার করবেন না। সবাই এ দেশের নাগরিক।
সংখ্যালঘু বলতে কিছু নেই। কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে আপনাদের কাছে চাঁদা চায় বা কোন রকম সমস্যার সৃষ্টির চেষ্টা করে, আপনারা তাদের নাম ঠিকানা আমাদেরকে দিবেন আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো সমস্যা আপনারা সবসময় আমাদেরকে পাশে পাবেন।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২৬ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের ২ ন রেলগেট এলাকায় এ আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমাদের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে গিয়েছিলেন যে যার ধর্ম পালন করবে কেউ কারো মধ্যে বাঁধা সৃষ্টি করবে না। গত ৫ আগস্টের পর থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিয়েছেন তোমরা প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিবে যাতে করে কোন দুষ্কৃতকারীরা ষড়যন্ত্র করে তাদের ওপরে হামলা না চালাতে পারে।
আমরা এর পর থেকে বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীরা তাদের পাহারায় ছিলাম। আমিও আমার আহবায়ক আমরা সবাই মিলে সম্পদের বিভিন্ন মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে এবং তাদের খোঁজ খবর নিয়েছি। নারায়ণগঞ্জে কোন হিন্দু সম্পদের মন্দিরসহ বাড়ি ঘরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সবসময় নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের পাশে আছি এবং থাকবো।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সরোজ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, জয় কে রায় চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদক সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ সভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি তিলোত্তমা দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।