নারায়ণগঞ্জ মহানগরের ১৬নং ওয়ার্ডের দেওভোগ পাক্কা রোড এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করেছে আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহর আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ফৌজিয়া বাকি লিমার আয়োজনে দোয়া মিলাদ ও কাঙালী ভোজ বিতরণ করেন ১৬নং ওয়ার্ড আওয়ামীস লীগের সভাপতি মনোয়ার হোসেন মনা।
৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করায় থমথম পরিস্থিতিতে দেওভোগে মাটিতে ফৌজিয়া বাকি লিমা উদ্যোগে এমন আয়োজনে প্রশংসিত হয়েছে।