হাসিনা সরকারের পতনের পর সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জও হয়ে পড়ে পুলিশশূন্য। পুলিশশূন্য এ শহরে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ট্রাফিক ব্যবস্থায় নেমে আসে বিশৃঙ্খলা। এ বিশৃঙ্খলা রোধে গত টানা তিনদিন ধরে মাঠে থেকে ট্রাফিকের কাজ করছে শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে সেই সব শিক্ষার্থীদের ট্রাফিক কাজ পরিদর্শন ও তাদের মাঝে খাবার ও পানি বিতরণ করেছেন মহানগর যুবদলের অন্যতম নেতা মাজহারুল ইসলাম জোসেফ। মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম বাবুর উদ্যোগে তিনি শিক্ষার্থীদের মাঝে এ খাবার তুলে দেন।
এসময় যুবদল নেতা জোসেফ বলেন, শিক্ষার্থীদের জন্য এদেশ নতুন করে শোষন ও বঞ্চনামুক্ত স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তাদের এ অর্জন চিরঅম্লান হয়ে থাকবে। তারা শুধু আমাদেরকে নতুন বাংলাদেশই উপহার দেয়নি, তারা ট্রাফিকের কাজ করে দেশে শৃঙ্খলা ফেরাতেও কাজ করছে।
তাই আজ তাদের হাতে খাবার ও পানি তুলে দিতে পেরে সত্যি আনন্দ লাগছে। এসব বিতরণের মধ্যদিয়ে তাদের এ ভালো কাজে আমরা শরিক হওয়ার চেষ্টা করেছি মাত্র। আমরা বলতে চাই, তাদের এ ভালো কাজে আমরা সব সময় তাদের পাশে আছি এবং থাকবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল আমিন প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সফিকুল ইসলাম মুক্ত, হাজী সাইদুর রহামন, আতিকুর রহমান সবুজসহ মহানগর যুবদল, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।