নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নারায়ণগঞ্জ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন ২০২৪ এর) নব-নির্বাচিত যুব কাউন্সিলরদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত নগর যুব কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র মহোদয় ডা. সেলিনা হায়াৎ আইভী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ, নব-নির্বাচিত কাউন্সিলরগণ ও সিরাক-বাংলাদেশ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে।
উল্লেখ্য, জাতিসংঘের অঙ্গসংস্থা ইউএনডিইএফ এর আর্থিক ও ইউএন-হ্যাবিটেট এর কারিগরি সহায়তায় নগর যুব কাউন্সিল গঠনে তরুণদের সম্পৃক্তকরণ প্রকল্পের অংশ হিসেবে সিরাক-বাংলাদেশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যৌথভাবে নারায়ণগঞ্জ ১ম নগর যুব কাউন্সিল নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়।