নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া থেকে মো. দ্বীন ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় প্রথমে অজ্ঞাত থাকলেও পরে নারায়ণগঞ্জ পিবিআই এর একটি দল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করে।
সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পাইকপাড়া কাদরিয়া নগর কালীর ভিটা নামক এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা, বাম কান ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত মো. দ্বীন ইসলাম ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো.আদম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মো. দ্বীন ইসলাম মানসিকভাবে অসুস্থ ছিল। প্রায় ১৫ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আসছিল।
এ বিষয়ে তার পরিবার সাভার থানায় একটি জিডি করেছিল। আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে উদ্ধারকৃত মরদেহ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।