নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৫ জুলাই ২০২৪

৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২৮, ২৩ জুন ২০২৪

প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট

ভুয়া ঋণের মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিকসহ ব্যাংকটির ৪ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার অনুসন্ধান করছে দুদক। সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রোববার (২৩ জুন) এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

পিপি মাহমুদ হোসেন বলেন, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম, ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখার এসএভিপি দীপক কুমার দেবনাথ ও মুহম্মদ মেহেদী হাসান সরকারের বিরুদ্ধে ঋণ জালিয়াতির ঘটনায় অনুসন্ধান করছে দুদক। প্রিমিয়ার ব্যাংকের এই চার কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ‘ব্যাক টু ব্যাক এলসি’ সুবিধার আড়ালে জাল-জালিয়াতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

দুদকের পিপি বলেন, প্রিমিয়ার ব্যাংকের ওই চার কর্মকর্তা দেশত্যাগের পরিকল্পনা করছেন। সে কারণে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আজ রোববার আদালতে আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।
 

সম্পর্কিত বিষয়: