পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে নদীপথে যাত্রীদের চলাচলের নিরাপত্তার লক্ষ্যে বুধবার (৩ এপ্রিল) নারায়ণগঞ্জ নদী বন্দরের ভিআইপি সম্মেলনকক্ষে নৌ পরিবহন অধিদপ্তর, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ নদী বন্দর, পুলিশ, আনসার, লঞ্চ মালিক, নৌযান শ্রমিক সংগঠন, ইজারাদারের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো: শহীদ উল্ল্যাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার, উপ পরিচালক (নৌনিট্রা) বাবু লাল বৈদ্য, সহকারী পরিচালক মোঃ নাহিদ হোসেন প্রমুখ।
উক্ত সভায় নিরাপদ যাত্রী চলাচলের সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী নানাবিধ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে নারায়ণগঞ্জ নদী বন্দরের বন্দর বিভাগের সহযোগিতায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বেশ কিছু গরীব ও অসহায় লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদ উল্ল্যাহ নেতৃত্বে উপ পরিচালক মোঃ মোবারক হোসেন মজুমদার ও সহকারী পরিচালক মোঃ নাহিদ হোসেন ইফতার বিতরন করেন। ইফতার বিতরন পরবর্তী সকল বিভাগের কর্মকর্তা/কর্মচারীগণ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।