নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:২২, ১০ মার্চ ২০২৪

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মন ও শরীর ভাল রাখতে খেলাধুলার বিকল্প নেই। 

এই ধরণের টেনিস টুর্নামেন্ট-ই পারে মানুষকে উজ্জীবিত রাখতে। আশা করি খেলাধুলার মাধ্যমে নারায়ণগঞ্জ ক্লাব তার ঐতিয্য ধরে রাখবে।

শনিবার (৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে আলহাজ¦ সাইফউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৪ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, খেলাধুলা আমাদের শরীর ও মনকে চাঙ্গা রাখার মধ্য দিয়ে নানা ধরণের খারাপ কাজ থেকে বিরত রাখে।

 বিশেষ করে আমাদের যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এই কারনে পাড়া মহল্লায় ও ক্লাবে নানা ধরণের খেলার আয়োজন করা উচিত।

তিনি আরো বলেন, আলহাজ¦ সাইফউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের নামে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

প্রয়াত আলহাজ¦ সাইফউদ্দিন আহমেদ আমার শ^শুর। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার নামে এই টুর্নামেন্টের আয়োজন করে যুব সমাজ যদি কিছুটা উপকৃত হয়, তাতেই আমাদের সার্থকতা নিহিত থাকবে।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের টেনিস কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ধরণের আয়োজন বেশী করে করার আহ্বান জানাচ্ছি। 

এসময় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সহ সভাপতি ও টেনিস উপ কমিটির আহ্বায়ক এস এম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শিল্পমন্ত্রণালয়ের যুগ্ম সচিব জসিম উদ্দিন, জেলা প্রশাসক মাহমুদুল হক, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ সভাপতি মো. সেলিম, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহ সভাপতি রামু সাহা,বিশিষ্ট শিল্পপতি মো.আসলাম প্রমুখ। 
স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্টে নারায়ণগঞ্জ ক্লাবকে হারিয়ে অফিসার্স ক্লাব চ্যাম্পিয়ান হয়েছেন।