নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনে ডেঙ্গু সচেতনতামূলক সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনে ডেঙ্গু সচেতনতামূলক সভা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সেফ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে নগরবাসীকে সচেতন করার লক্ষে জনসচেতনতা কর্মসূচীর ফলাফল অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) ইমারজেন্সি রেস্পন্স ফর ডেঙ্গু প্রকল্প আওতায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের স্বাস্হ্য বিভাগের প্রধান ডা. শেখ মোস্তফা আলী। বিশেষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন কাউন্সিলর জনাব অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর মনোয়ারা বেগম ও সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ডা. উজ্জল কুমার রায়। 

এসময় প্রোগ্রামের ফলাফল উপস্থাপন করেন জনস্বাস্হ্য ও রোগতত্ত্ব  বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নিজাম আলী। তিনি বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে জ্ঞান,সচতনতা ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

ডেঙ্গু একটি ভয়াবহ রোগ হিসাবে অবির্ভূত হয়েছে।সামনে দিনগুলোতে এর ভয়াবহতা আরো বৃদ্ধির আশংকা রয়েছে।ডেঙ্গু নিয়ন্ত্রনে সকল নগরবাসীকে সচতন হয়ে নিজ নিজ আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখার আহব্বান করেন।