প্রতিপক্ষের মিথ্যা মামলায় হয়রানি ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ হিজরা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তৃতীয় লিঙ্গের হিজড়া কল্যান ফাউন্ডেশনে মনির হোসেন ফকির।
মানববন্ধনে বক্তরা বলেন, বিভিন্ন এলাকায় সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রতিপক্ষ রনি ও সাথী হিজরার হয়রানির শিকার হতে হয়। তারা পূর্বে একাধিক বার হামলা করেছে । হামলা করেও তারা ক্ষান্ত হননি। এখন প্রকাশ্যে হত্যা ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকী দিচ্ছে।
তারা আরোও বলেন, নির্দিষ্ট এলাকা বন্টন হলেও তাদের সন্ত্রাসী বাহীনী দেয়ে প্রতিনিয়তই হুমকী দিচ্ছে। রনির ভাগীনা সন্ত্রাসী নাহিদকে দিয়ে আমাদের মারধর করছে।
রনি লালসায় শিকার আমরা। তাই আমাদের এলাকা গুলুতে যেতে বাধা দিচ্ছে। এবং আমাদের নিজেদের এলাকাতে প্রবেশ করিলে প্রতিপক্ষ রনি ও সাথীসহ গ্রুপের হিজড়াদের হাত-পা কেটে থানায় গিয়ে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে।
রনি ও সাথীর অত্যচারে অতিষ্ঠ সাধারণ তৃতীয় লিঙ্গের সদস্যরা। প্রশাসনের কাছে রনি ও সাথীর শাস্তি দাবি জানানে হয়।
তারা আরোও বলেন, মনির হোসেন ফকির আমাদের সহ অসহায় মানুষদের ৩ বেলা খাবার দিয়ে থাকেন। আমরা সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের মানবতার কাজে ব্যয় করি।
সে মানবতা দেখে প্রতিপক্ষ রনি- সাথী ঈর্ষান্বিত হয়ে আমাদের এলাকা গুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রশাসন আমাদের বিষয় আমলে নিবেন এবং সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গুরু কল্পনা, উর্মিলা, মীম, অন্তরা, সুবর্ণা, নিলা, তুলি, প্রিয়া ইসলাম, কান্তি, আচল সহ স্থানীয় ত্রিশজন তৃতীয় লিঙ্গের সদস্যরা।