নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু প্রাদুর্ভাব দূরীকরণের লক্ষ্যে 

৩০০ শয্যা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩১, ২ আগস্ট ২০২৩

৩০০ শয্যা হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু প্রাদুর্ভাব দূরীকরণের লক্ষ্যে ২ দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার।


“জমে থাকা পানি তিন দিনে এক দিন অপসারণ করি” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ইউনিট এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।


এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর আলম ও আবাসিক চিকিৎসক ডা. দেবরাজ মালাকার।


আরও উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান সহকারী তাজুল ইসলাম, ওয়ার্ড মাস্টার শেখ আসগর আলী, কমিটির সভাপতি মো. নূরে আলম রনি, সহ-সভাপতি সাইদুর রহমান, ইয়াছিন ফকির, সাধারণ সম্পাদক মাছুম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম, অর্থ সম্পাদক জসিম উদ্দিনসহ কমিটির অন্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: