নারায়ণগঞ্জের আলোচিত গৃহবধু নূর জাহান বেগমকে হত্যায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- শহরের নন্দীপাড়া এলাকার বাদল হাজীর বাড়ির ভাড়াটিয়া মৃত. সঙ্কর চন্দ্র ঘোষের ছেলে লুটে নেয়া স্বর্ণালংকার বিক্রেতা সঞ্জয় চন্দ্র ঘোষ (৪১) ও স্বর্ণের দোকানদার বিল্পব দাস (৪০)। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডের সময় লুটে নেয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। পরে গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, নূর জাহান বেগম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামসুর রহমানের আদালতে সঞ্জয় চন্দ্র ঘোষ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নূর মহসিন এর আদালতে বিল্পব দাস ১৬৪ ধারায় দোষস্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দি গ্রহন শেষে তাদের দুজনকে কারাগারে প্রেরন করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানান, উদ্ধার হওয়া স্বর্ণালংকার সঞ্জয় চন্দ্র ঘোষ ৬৯ হাজার টাকায় বিল্পব দাসের কাছে বিক্রি করেন। আর বিল্পব দাস হলেন নারায়ণগঞ্জ শহরের কালিবাজার স্বর্ণপট্রির মধ্যে চোরাই ও ডাকাতি হওয়া স্বর্ণালংকা ক্রয়ের মধ্যে শীর্ষে।
সঞ্জয়ের দেয়া তথ্যের ভিত্তিতে বিল্পবকে গ্রেফতারের পর সে তার দোকান থেকে স্বর্ণালংকার বের করে দেন। নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে এ স্বর্ণালংকার উদ্ধার করেছে বলে পুলিশের সূত্র জানান।
মামলার তদন্তকারী নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সিহাব আহমেদ জানান, হত্যাকান্ডের মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি দ্রুত তাকে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ৩ মে দুপুরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় মাস্টার গলিতে প্রাইভেটকার চালক রমজান মোল্লার স্ত্রী নূর জাহান বেগমকে (৫০) হাত পায়ের রগ কেটে হত্যা শেষে তার পরিহিত স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে পালিয়ে যায় দুস্কৃতিকারীরা। এঘটনায় রমজান মোল্লা সদর থানায় মামলা দায়ের করেন।