নারায়নগঞ্জ জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ,এস,পি) নাজমুল হাসান (ক সার্কেল) সকল ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন।
আর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু, শ্রেষ্ঠ উপ পরিদর্শক ( এসআই) নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এ,এস,আই) নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ওবায়েদুর ইসলাম পিপলু।
বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতেপুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ এসআই কে ্এ ম্মাননা প্রদান করেন।