নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪

বিভিন্ন দাবিতে ফতুল্লা ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৩

বিভিন্ন দাবিতে ফতুল্লা ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ ও বিক্ষোভ

নিম্নতম মজুরি ৮০০০ টাকা, বকেয়া মজুরি পরিশোধ, শ্রম আইন অনুযায়ী ৭ কর্মদিবসে বেতন পরিশোধসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে শহরে সমাবেশ ও মিছিল করেছে ফতুল্লা থানার লালপুরে অবস্থিত ফতুল্লা ফেব্রিকস লিমিটেড এর শ্রমিকেরা।


রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও জেলা শহরে মিছিল করে শ্রমিকেরা। 


গার্মেন্টস শ্রমিক ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি শ্রমিক জননেতা সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খান, কারখানার শ্রমিক রায়হান, নাঈম, মাসুদ রানা। 


নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার ঘোষিত ২০১৮ সালের প্রায় সাড়ে চার বছর পূর্বে নিম্নতম মজুরি এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই।শ্রম আইন অনুযায়ী নিয়মিত প্রতিমাসে সাত কর্ম দিবসে বেতন পরিশোধ করে না। 


স্ব-বেতনে মাতৃত্বকালীন সুবিধা নারী শ্রমিকদের প্রদান করে না।বছর শেষ হলে অর্জিত ছুটির টাকা পরিশোধ করে না। এই গার্মেন্টস এর মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী অনুসরণ না কারখানা পরিচালনা একেবারেই করেনা । 


নেতৃবৃন্দ আরও বলেন, কারখানার সকল শ্রমিকদের নিয়োগ পত্র-পরিচয় পত্র-সার্ভিস বুক প্রদান করেনা মালিক কর্তৃপক্ষ। না কারখানার নারী শ্রমিকদের রাত্রিকালীন ডিউটি অতিরিক্ত করায়। কারখানায় কোন শ্রমিক অসুস্থ হলে ছুটি দেয় না এবং নিয়মমাফিক শ্রমিকরা ছুটি কাটাতে চাইলে মালিক কর্তৃপক্ষ ছুটি প্রদান করে না। 


গত তিন বছর যাবৎ শ্রমিকের ইনক্রিমেন্ট বৃদ্ধি করে নাই। মালিক কর্তৃপক্ষ বেআইনিভাবে যখন তখন যেকোনো সময় শ্রমিক ছাঁটাই করে শ্রমিকের অধিকার বঞ্চিত করে। শ্রমিকেরা তাদের সংকট নিরসনের জন্য মালিক কর্তৃপক্ষ বরাবর বিভিন্নভাবে অভিযোগ জানিয়েছে তারপরও মালিক কর্তৃপক্ষ সংকট সমাধান করে না। 


এই মালিক প্রতিমাসের ২০ থেকে ২২ তারিখে শ্রমিকের বেতন পরিশোধ করে। শ্রমিকেরা বাধ্য হয়ে আন্দোলন সংগ্রাম করে নিয়মতান্ত্রিকভাবে। 


নেতৃবৃন্দরা বলেন : বর্তমানে বাংলাদেশে সকল নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় শ্রমিকের বেচে থাকা কষ্ট সাধ্য হয়ে গেছে। তাই সরকার, প্রশাসন এবং শ্রমদপ্তরের কর্মকর্তাদের কাছে আহবান জানান অবিলম্বে শ্রমিকদের সংকট দ্রুত নিরসনের জন্য বকেয়া মজুরি পরিশোধ সহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করার আহবান জানান। দাবি আদায় না হলে কারখানার শ্রমিকেরা লাগাতার আন্দোলন সংগ্রাম করবে।