মহামারী করোনা ভাইরাসের বিভীষিকা কাটিয়ে ওঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে সারাদেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শহরের বিভিন্ন পূজা মন্ডন পরিদর্শন করেছেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডি এন চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শন এসেছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. কিশোর রঞ্জন মন্ডল, সাংগঠনিক সম্পাদক দীপক কুমার পাল দীপু, মহিলা সম্পাদিকা সঞ্চিতা গুহ চৌতি, সদস্য রজত সূর রাজু।
শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শক করেছেন তারা। এসময়ে তারা নারায়ণগঞ্জের সব গুলো পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা পরিষদ নেতৃবৃন্দকে সজার ও সচেতন থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র নারায়ণগঞ্জবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান তারা।
এসময়ে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার দাস, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. অজয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি ননী গোপাল সাহা, সাবেক কোষাধ্যক্ষ সুশীল দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, আড়াইহাজার পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাস, পূজা পরিষদ নেতা কৃষ্ণ আচার্য, সঞ্জয় কুমার দাসসহ নেতৃবৃন্দ।