নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ ডিসেম্বর ২০২৪

 নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৯, ৮ আগস্ট ২০২২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

"মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা" এ শ্লোগানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৮ আগষ্ট) সকাল দশটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় এ। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে নির্মিত অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  এসময়ে হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এরপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও "বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক" -২০২২ প্রদান অনুষ্ঠানে সংযুক্ত হয় ।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ- সচিব ) ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) এইচ এম সালাউদ্দিন মনজু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া জুলহাস, বীর মুক্তিযোদ্ধা ফরিদা বেগম, নারী নেত্রী আঞ্জুম আরা আকসির, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ড. প্রফেসর শিরীন বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নুর জাহান বেগম, কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।