নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নথিপত্রসহ আসবাবপত্র পুড়ে গেছে। রোববার (১০ জুলাই) রাত ১০টার দিকে ‘বৈদ্যুতিক শর্টসাকিট’ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুরো অফিসের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ব্যাংক বন্ধ থাকলেও সেখানে ফ্যান চলছিল। তাছাড়া কম্পিউটার চালু ছিল। ধারণা করছি ‘বৈদ্যুতিক শর্টসাকিট’ থেকে আগুন লেগেছে।
ওই শাখার সিনিয়র অফিসার হামিদুর রহমান বলেন, ঈদের ছুটিতে অফিস বন্ধ থাকলেও মেইন সুইচ চালু করা ছিল। হঠাৎ করে সেখানে আগুন লাগে।
তৃতীয় তলায় মূলত জাতীয় সঞ্চয় অধিদফতরের কার্যক্রম চালানো হয়। আগুনে সেখানকার ফ্যান, চেয়ারসহ বিভিন্ন নথি পুড়ে গেছে।