নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪

নানাখী মডেল স্কুলে ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০৯, ২২ ডিসেম্বর ২০২৪

নানাখী মডেল স্কুলে ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নানাখী মডেল স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ।তারা পবিত্র ও নিষ্পাপ।শিশুরা মঙ্গলের কারণ, আনন্দের উপকরণ ও প্রেরণার উৎস।শিশুরা মানবজাতির অতীব গুরুত্বপূর্ণ অংশ।তাই শিশুদের সুশিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।শিশুদের নিরাপদে ও স্বাচ্ছন্দে বেড়ে ওঠার জন্য এবং তাদের মনন ও মেধার বিকাশের জন্য আনন্দময় পরিবেশে পাঠদানের কোন বিকল্প নেই।অনুকূল পরিবেশ তৈরিতে অভিভাবক, শিক্ষক সহ সমাজের প্রতিটি দায়িত্বশীল সচেতন নাগরিকের ভূমিকা রাখা প্রয়োজন।

এই কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত।

২২ ডিসেম্বরব রোববার বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবু হামযা মো:সা'আদ সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ কোয়ালিটি স্কুলের সহকারী শিক্ষক আলআমিন অভি,,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোজাম্মেল হোসেন,আল আমিন অভি,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহজালাল প্রমুখ।

সহকারী শিক্ষিকা রাকিবা আক্তারের সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অহিদুর রহমান অভি।বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শাহপরান ।বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আরিয়ান।

স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আনিসুর রহমান, সুধীজন, অভিভাবক, অভিভাবিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।