সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল কলেজের প্রতিষ্ঠাত, গভর্ণিং বডির সভাপতি এস,এম কামাল হোসেন বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদের বিবেক কে কাজে লাগাতে হবে। যে কোনটা ভালো, সবসময় খারাপ টাকে ‘না’ বলো এবং ভালো টাকে ‘হ্যাঁ’ বলো। তাহলে তুমি পজিটিভ ভাবে নিজেকে গড়ে তুলতে পারবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে নবীন রবণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার কথা, তোমার কাজ সব যতি ইতি বাচক হয়, তাহলে তুমি দেখবা যে তোমার মধ্য একটা টাইট ডেভলব করে দেখ আমিত মিথ্যা বথা বলতে পারি না, আমি খারাপ কাজ করতে পারি না, আমি কোন ষড়যন্ত্র করতে পারি না এই যে ইতি বাচক ব্যাক্তিত্ব হিসেবে নিজে প্রতিষ্ঠিত হওয়া, যে হতে পারে সেই সফল।
তোমাদের কাছে আমার এই অনুরোধ তোমরা যাতে তোমাদের তারুণ্যকে আরো দৃপ্তমান করে নিজেদের কে গড়ে তুলবা। আমাদের এই সমাজ থেকে যত অন্ধকার আছে সব দূর করে দিবা নতুন বাংলাদেশ গড়বা।
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, অভিভাবক সদস্য মোবারক হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেহা খাঁন, শিক্ষক প্রতিনিধি আনোয়ারুল হক ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি লাবনী সুলতানা প্রমূখ।
সভাপতির বক্ত্যবে জাকির হোসেন বলেন, যদি তোমরা ইচ্ছা করো, যদি তোমরা চেষ্টা করো, পরিশ্রম করো, আর পিছনে একটা চিন্তা করো যে আমার বাবা,মা অনেক অর্থ ব্যায় করে আমাকে এই প্রতিষ্ঠানে দিয়েছে, তার স্বপ্নকে পূরন করার জন্য। এই চিন্তাটা যদি করো আমরা বিশ^াস কির তুমি তোমার সফল্যে পৌছাতে পার বে।