তারুণ্যের ভাবনায় আগামীর শিক্ষা ব্যবস্থা সংকট ও সম্ভাবনা নিয়ে মাসদাইর দারুল হুদা দাখিল মাদরাসার উদ্যােগে ১১ ডিসেম্বর বুধবার বিকালে মাদরাসা হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি দারুল হুদা দাখিল মাদরাসার প্রিন্সিপাল এইচ এম মিরাজুল ইসলাম বলেন গত ২০ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম বিনিষ্ট হয়ে গেছে আমাদের ছাত্র ছাত্রীরা বর্তমানে মর্ডান হয়ে উঠছে এতে করে সমাজে সামাজিক ও মানবতার অবক্ষয় বেড়েছে।
তিনি আরো বলেন এখান উত্তোলনের উপায় সরকারকে শিক্ষা কারিকুলামে নজর বাড়াতে হবে এবং পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাড়াতে হবে।
ছাত্রদের উদ্যেশে তিনি আরো বলেন তোমরা ভালো স্টুডেন্ট হতে চাইলে মা - বাবার কথা শোনতে হবে। এবং মা - বাবার দোআ ও শিক্ষকের আনুগত্য জীবনে বড় হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
তারুণ্যের ভাবনা আগামীর শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এস এম শফিকুল ইসলাম বলেন ডারোইনের মতবাদ যারা বাস্তবায়ন করেছে তারা মুলত কৌশলে শিক্ষা ব্যবস্থাকে ধংস করেছে।
কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মুহাম্মদ সাঈম হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি মুহাম্মদ ইফাজ ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর প্রতিনিধি মুহাম্মদ আবু সাঈদ নূর প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন দারুল হুদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুহাম্মদ মনোয়ার হুসাঈন, মাওলানা মুহাম্মদ হযরত আলী, মুহাম্মদ হাসান আহমদ, শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাবা সুবর্ণা আক্তার জনাবা আসমা বেগম জনাবা পারুল আক্তার জনাবা শারমিন আক্তার সহ আরো অনেক।