নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৫ নভেম্বর ২০২৪

নুরুণ আলানূর এছাকিয়া হোসানিয়া

দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ফলকের উদ্বোধন

প্রকাশিত:২০:০৫, ২৫ নভেম্বর ২০২৪

দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ফলকের উদ্বোধন

নারায়ণগঞ্জ বন্দরে ৪১ বছর পর বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নুরুণ আলানূর এছাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম ফলকের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা তার সন্তানগণ ও এলাকাবাসী।

সোমবার দুপুরে বন্দর উপজেলার কামতাল মালিভিটা নুরুণ আলানূর এছাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুদরত আলী মাস্টার সাহেবের নাম ফলকের উদ্বোধন করা হয়।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রায় ৪১ বছর পর নারায়ণগঞ্জ বন্দরে নুরুণ আলানূর এছাকিয়া হোসানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাস্টার মোঃ কুদরত আলী মুন্সীর উপস্থিতিতে তার বড় সন্তান  নুরুন আলি মমিন, ও তার মেজ সন্তান মোঃমাসুম বিল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মূল ফটকের মাদ্রাসার দেয়ালে লাগানো হয়।

মনজুর হোসেনের পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী ও কামতাল ডাক সমাজ কবরস্থানের নুরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার সাহেবের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এই সময় উপস্থিত ছিলেন  মোহাম্মদ আলী, মাদ্রাসার সুপার মাওলানা সাত্তার সাহেব,প্রাক্তন ছাত্র মাওলানা ছাত্তার,  আব্দুল ওহাব, রেজাউল করিম, গাফফার  আব্দুল হাই,মোঃ মনির হোসেন, মহিউদ্দিন, মাওলানা জাকির হোসেন সহ প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: