নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০১, ২৩ নভেম্বর ২০২৪

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এইচএসসি-২০২৪ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। 

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এই অসাধারণ সবুজ সুন্দর ক্যাম্পাসে আয়োজিত এই অনন্য এবং অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের সুনামখ্যাত এই বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


সভাপতি বক্তব্যে অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় বলেন, "আর পি সাহা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণে সবসময় পাশে থাকবে।


বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি প্রিন্সিপাল, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন,  এছাড়াও বক্তব্য রাখেন সরকারি আদমজীনগর এম ডাব্লিও কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান খন্দকার, সরকারি তোলারাম কলেজের প্রিন্সিপাল ড. বিমল চন্দ্র দাস, এবং মন্দিরা চৌধুরী, প্রিন্সিপাল, ভারতেশ্বরী হোমস, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ স্টার ফ্লাওয়ার শাহ আলী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, হাজী মিসির আলী কলেজ, সরকারি হরগঙ্গা কলেজ, প্রফেসর ড. আইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ সহ আরো অনেক শিক্ষকমন্ডলী।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমুদিন ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের সম্মানিত পরিচালক মহাবীর পতি, আরপিএসইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. রবীন্দ্র নাথ শীল, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. গোপাল চন্দ্র সাহা, প্রকৌশল অনুষদের ডিন ড. কিংকর প্রসাদ ঘোষ, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো নাজমুল হাসান, কুমুদিনী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম, আইন ও মানবাধিকার বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, প্রক্টর কাজী লতিফুর রেজা, রেজিস্ট্রার সরকার হিরেন্দ্র চন্দ্র, ডেপুটি রেজিস্ট্রার অমিত রায় এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. আসাদুজ্জামান সহ ৫০টির ও বেশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাঁচ শতাধিকের বেশি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আলোচনা সভা শেষে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

সম্পর্কিত বিষয়: