নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪

বাসভাড়া হাফ পাশের দাবির পক্ষে তোলারাম কলেজে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৬, ৭ নভেম্বর ২০২৪

বাসভাড়া হাফ পাশের দাবির পক্ষে তোলারাম কলেজে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ 

নারায়ণগঞ্জে সকল রুটে বাসভাড়া কমানো ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে দাবির পক্ষে শিক্ষার্থীদের মতামত সংগ্রাহ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুলাই বিগ্রেড এর উদ্যোগে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা।

জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার আহব্বায়ক  সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জুলাইবিগ্রেড কলেজ শাখার সদস্য আজিজুল হাকীম, ইবতিহাজ আবরার, আমেনা আক্তার মীম, আসিফ আখন্ড, মুনিয়া আক্তার মিম।

সংহতি জানিয়ে মতামত প্রদান করেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শহিদুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের উচ্চতর বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী সুলতানা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। 

আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়। স্মারকলিপিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের চলমান আন্দোলন কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জুলাই বিগ্রেড সরকারি তোলারাম কলেজ শাখার নেতৃবৃন্দ।