বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার অভিভাবক মততিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে স্কুল প্রাঙ্গণে অভিভাবকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. তৈমূর আলম খন্দকার। স্কুলের সভাপতি হাফিজুর রহমান শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্মা। সেই সাথে সভা সঞ্চালনা করেন বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সহ সভাপতি আক্তারুজ্জামান খান।
তৈমূর আলম খন্দকার বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, "শিক্ষাই জাতির মেরুদণ্ড"। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর।
যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর। একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।