ঝরে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বপ্নজয়ী পাঠশালার নারায়ণগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় সোনারগাঁ মহিলা সমবায় সমিতি ভবনে এ পাঠশালার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকিউরমেন্ট অফিসার (প্রশাসন)আ হ ম জাহিদ ইকবাল, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুর ইসলাম, পৌর যুবদলের সহ সভাপতি ফারুক হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য রুনা আক্তার, সমাজকর্মী আলেয়া আক্তার, সাবেক ইউপি সদস্য রোকসানা প্রমুখ।
ঝরে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে থেকে ৩০ জন শিক্ষার্থী নিয়ে স্বপ্নজয়ী পাঠশালার কার্যক্রম শুরু করা হয়। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।