নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের বহুতল ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় কলেজের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: নূরুন্নবী আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য বৃন্দ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী, অন্যান্য শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং কলেজের সাবেক ছাত্র ছাত্রীবৃন্দ।