নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫

আড়াইহাজারে শিক্ষকের পদত্যাগ দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৫, ২৫ আগস্ট ২০২৪

আড়াইহাজারে শিক্ষকের পদত্যাগ দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ

আড়াইহাজারে সহকারী শিক্ষকের পদত্যাগের দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ ইউএনওর আশ্বাসে অবরোধ প্রত্যাহার

রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে, আড়াইহাজারে চৈতনকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাইফুল ইসলামের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে,বিক্ষোভ কর্মসুচী পালন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

রোববার (২৫ আগস্ট)  দুপুর থেকে বিকাল পর্যন্ত, আড়াইহাজার গাউছিয়া -বিশনন্দী সড়কের মানিকপুর বাজারে,  সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। তাদের সমর্থনে  শিক্ষক অভিভাবক সহ স্থানীয় জনতা একাত্বতা ঘোষনা করে, এ সময়  সড়কে  দীর্ঘ যানজটরের সৃষ্টি হয়।

ঘটনার সংবাদ পেয়ে প্রথমে আড়াইহাজার উপজেলা সেনা ক্যাম্পের  দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জোবায়ের শিক্ষার্থীদের কথা শুনেন এবং দাবিগুলো যথাযথ কতৃপক্ষের নজরে  আনার আশ্বাস দেন। পরবর্তীতে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার জনাব ইশতিয়াক  আহমেদ ঘটনাস্থলে এসে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।