নারায়ণগঞ্জ বন্দরে অন্তর্বতীকালীন সরকারকে প্রধানসহ সকল উপদেষ্টাকে স্বাগত জানিয়ে বিজয় র্যালি করেছে আনোয়ার মডেল স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগষ্ট) দুপুরে বন্দরের সরকারি কদমরসুল কলেজের সামনে থেকে বিজয় র্যালি বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনোয়ার মডেল স্কুলে এসে শেষ হয়।
আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের উদ্যোগে বিজয় র্যালিতে অংশ নেন স্কুলের পরিচালক স্বপ্না আনোয়ার, আমির হোসেন সাগর, জিল্লুর রহমান, মো: সোহেল মিয়া, শিক্ষক নাহিদ হোসেন, শফিকুল ইসলাম, সাগর, সুমি, সায়মা ও লিমাসহ স্কুলের শিক্ষার্থীরা।