নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪

এম এ স্বপন মডেল ইসলামিক স্কুলের অভিভাবক দিবস অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ১৩ জুলাই ২০২৪

এম এ স্বপন মডেল ইসলামিক স্কুলের অভিভাবক দিবস অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ এম এ স্বপন মডেল ইসলামিক  স্কুলের অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি ও প্রিন্সিপাল গিয়াস উদ্দিন মডেল কলেজ এবং এম এ হাসেম ইয়াতুন নেছা ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। শনিবার ( ১৩ জুলাই ) সকাল দশটায় গোদনাইল এসও বাসস্ট্যান্ডস্থ স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এই স্কুলের অভিভাবকগণরা অন্তত সচেতন। তারা তাদের সন্তানদের পাঠদানের বিষয়ে অন্তত সজাগ। এই স্কুলের সঙ্গে তাদের একটা গভীর সম্পর্ক রয়েছে তাদের সন্তানকেদেরকে পাঠদান করানোর জন্য। অন্যান্য স্কুলের সাথে এই স্কুলের পার্থক্যটা একটু অন্যরকম। তার জন্য আমি সকল অভিভাবককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি যদি অনেক কাউকে জিজ্ঞেস করি যে আপনাদের কার কি সম্পদ রয়েছে। আপনারা কি বলবেন আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত রয়েছে। আবার কেউ কেউ বলবেন আমার সন্তানই আমার একটা সম্পদ। সকল সম্পদের মধ্যে মূল্যবান সম্পদ হলো মানুষের সন্তান। এর চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। অন্যান্য সম্পদ গুলো হল মানুষের জীবনের জীবিকা নির্বাহ ও আহরণের জন্য।

কিন্তু তার চেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের সন্তানেরা। প্রত্যেকটা ব্যক্তিরই লাভজনক উদ্দেশ্য হলো তার সম্পদ তাকে টিকিয়ে রাখা। আর আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের সন্তান আমরা প্রত্যেক অভিভাবক আমাদেরকে সন্তানকে যত্নসহকারে পরিচর্চা করতে হবে। এবং সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন,  আর আপনারা এখানে যারা অভিভাবকরা রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন । যার কারনে আপনারা আশেপাশে অনেক কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরও এম এ স্বপন মডেল স্কুলকে আপনারা বেঁচে নিয়েছেন। অনেক স্কুলের মধ্যে আপনারা এই স্কুলকে বেছে নিয়েছে তার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সন্তানদের জন্য সঠিক একটি স্কুল আপনারা নির্বাচন করে নিয়েছেন।

এম এ স্বপন ইসলামিক মডেল স্কুলের সভাপতি এসএম আসলামের সভাপতিত্বে অভিভাবক দিবসে আরও উপস্থিত ছিলেন,  স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, গিয়াস উদ্দিন মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন,
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডি এস বাবুল, জাহাঙ্গীর আলম স্বাধীন প্রমুখ।