সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্কুল এন্ড কলেজের সভা কক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ ও সদস্য সচিব মো: নুর ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন আহমেদ, কলেজ শাখার অভিভাবক প্রতিনিধি হাজী মুজিবুর রহমান, সাইদুর আলম লিটন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মমিনুর রহমান, আবদুস ছালাম, স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি হাজ্বী মো: কবির হোসেন (১), আতিকুর রহমান(২), সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি নুসরাত জাহানসহ শিক্ষক-শিক্ষীকা প্রমুখ।
সভায় স্কুলের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফলের জন্য শিক্ষক- অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে পাঠ গ্রহন ও শিক্ষকদের পাঠদানের উপর গুরুত্ব আরোপ করা হয়।
এসময় ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন এবং সকলে কাছে দোয়া চেয়ে বলেন সৎ এবং নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালে শ্রী ভুবন মোহন কর্মকার তার পিতা শ্রী রেবতী মোহনের নামে এ স্কুলটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।