বন্দর ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও প্রতিষ্ঠানের অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২টায় শাহীমসজিদস্থ ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি নাজমুল হাসান আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিংবডির পিটিআই সভাপতি সোহেল পারভেজ,অভিভাবক সদস্য সাংবাদিক শেখ আরিফ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ লাবু,সিনিয়র শিক্ষিকা রিজিয়া পারভীন,সহকারী শিক্ষিকা ফাতেমা,মিনারা খন্দকার,শারমীন ফাতেমা,সিফা,সামসুন নাহার,সহকারী শিক্ষক মাহাবুর রহমান খোকন, সাইফুল, সবুজ, রোমান, শ্যামল, সাহালম রিপন প্রমূখ।
উক্ত সভায় বন্দর ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকান্ড,প্রতিষ্ঠানের অবকাঠামো ও ছাত্র-ছাত্রী বৃদ্ধি নিয়ে বিষদ আলোচনা করা হয়।