নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ অক্টোবর ২০২৪

ইভটিজিংকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সেলিম ওসমানের আহ্বান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১০, ৮ জুন ২০২৪

ইভটিজিংকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সেলিম ওসমানের আহ্বান

পুলিশের উপর ভরসা না করে ইভটিজিং কারীদের বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। 

শনিবার (৮ জুন) দুপুরে শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজে নবনির্মিত সুলতানা কামাল ক্রীড়া মিলনায়তন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহবান জানান। 

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসার পথে ইভটিজিংকারীদের দ্বারা প্রতিনিয়ত নানাভাবে হয়রানি ও লাঞ্চিত হচ্ছে বলে সংসদ সদস্য সেলিম ওসমানের কাছে অভিযোগ দেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে সেলিম ওসমান শিক্ষার্থীদের সাহসি হওয়ার আহবান জানিয়ে ঐক্যবদ্ধভাবে ইভটিজিং কারিদের প্রতিহিত করার নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি নিজেও সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীদের। 

এছাড়া আগামি এক সপ্তাহের মধ্যে সকল শিক্ষাঙ্গনের পাশে শব্দ দূষণ বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের প্রতি নির্দেশ দেন সংসদ সদস্য সেলিম ওসমান। 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানটির কালচার ক্লাবের জন্য দশ লাখ টাকার অনুদান দেয়ার ঘোষণাও দেন সংসদ সদস্য সেলিম ওসমান। পরে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি। 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রুমন রেজাসহ বিভিন্ন শিক্ষাবিদরা।