সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে টিচার্স স্টুডেন্ট কনভেনশন হলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ।
এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের আইআইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ।
আরো উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, আলী আকবর খাঁন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম, উমর ফারুক, আবু তালেব, আবু তাহের, আরিফুর রহমান ও আবু সুফিয়ান শুভ প্রমূখ।
উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজসহ নারায়ণগঞ্জ জেলার ১০টি স্কুল এন্ড কলেজ অংশগ্রহন করেন। এতে ১৮টি প্রজেক্ট প্রদর্শনী হয়।
মেলায় অংশগ্রহনকারী স্কুল ও কলেজের বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।