দরের মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহন হয়। দুই নারী সহ অভিভাবক পদে দুই প্যানেলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ী সাদেক আলী প্যানেলে ৪ জন নির্বাচিত হয়েছেন। প্রফেসর শওকত আকবর প্যানেলে একজন নির্বাচিত হন।
নির্বাচিত প্রার্থীরা হলেন, প্রথম নজরুল ইসলাম (২২০ ভোট), দ্বিতীয় শাহীন (২১০ ভোট), তৃতীয় মনজুর হোসেন (১৮৫ ভোট), চতুর্থ মনির হোসেন (১৮২ ভোট), নারী সদস্য পদে (১৯৭ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা আক্তার (১৬৩ ভোট)। মোট ভোটার ৪৩০।
ভোটার প্রদান করেন ৩৮৭। পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, পিচকামতাল ঈদগাঁ, কবরস্থান মাদ্রাসা সভাপতি কামাল হোসেন, ছিদ্দিকুর রহমান মাষ্টার, মাসুম খন্দকার ও আনিছুর রহমান। ব্যবসায়ী সাদেক আলী বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি।
নির্বাচন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান।