নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জে কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫

রূপগঞ্জে কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে দাউদপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে পূর্ব হাটাব (নাগদা) একাদশ বনাম দেবই পশ্চিম পাড়া একাদশ অংশ গ্রহণ করে।

পরে ট্রাইবেকারে দেবই পশ্চিমপাড়া একাদশকে হারিয়ে পূর্ব হাটাব (নাগদা) বিজয় লাভ করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে রঙ্গিণ টিভি তুলে দেন অতিথিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া।

এসময় দাউদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মুন্সির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হাসান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হামিদ (রোমান মাস্টার), ৯ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসুর উদ্দিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত রাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল হক প্রমুখ।