“এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” শ্লোগানে তারুন্যে উৎসব-২০২৫ এ নারায়ণগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মো. সাকিব-আল-রাব্বি, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল এসোসিয়েশন, সভাপতি শহীদ হোসেন স্বপন, নারায়ণগঞ্জ।
প্রধান অতিথীর বক্তব্যে মো. সাকিব-আল-রাব্বি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সরকার ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশসহ সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলায় অংশগ্রহণকারী সকল দলের জন্য শুভ কামনা রইল।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন সহ মোট ১২টি বালক ওবালিকা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের সকল দল থেকে সেরা খেলোয়াড়দের বাছয় করে একটি বালক ও একটি বালিকা জেলা দল গঠন করে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ গ্রহন করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- খোরশেদ আলম নাসির, আরিফ মিহির, মাহবুব হোসেন বিজন, মাহমুদ হোসেন সুজনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।