জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সোনারগাঁয়ে ডিগবার ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
কাপ্তান বাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন সিটিজেন্স ব্যাংকের এসোসিয়েট ম্যানেজার মোহাম্মদ রকিবুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নইউনিয়ন বিএনপি না বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিল্লাল হোসেন সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সরকার।